দালাল বাজার থেকে যে কোন জেলায় যাতায়াত করা খুব সহজ। এখানকার পরিবহন ব্যবস্থা খুই উন্নত। এছাড়াও দালাল বাজার থেকে লক্ষ্মীপুর শহরের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। বাস ভাড়া জন প্রতি ৮ টাকা। রায়পুর যেতে প্রায় ১১ কিলোমিটার এবং জন প্রতি ভাড়া ১৫-২০ টাকা। এ ছাড়া চাদপুর এবং ঢাকা যাওয়ার যাতায়াত ব্যবস্থাও খুব ভালো। মোট কথা দাড়ায় এই ইউনিয়নের যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। এছাড়াও অত্র ইউনিয়নে রয়েছে : -
১। পাকা রাস্তা-৪০ কিঃমিঃ
২। কাঁচা রাস্তা- ৭০ কিঃমিঃ
প্রয়োজনে :
০১৭১১৪৬২৯২৩ (চেয়ারম্যান)
০১৭১০৩৬৩১৪৯ (দফাদার)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস